বাগেরহাটে হাসপাতালে বেড়েছে শ্বাসকষ্টের রোগী
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের ফলে বাগেরহাট সদর হাসপাতালে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরাই বেশি আক্রন্ত হচ্ছে। গত দুই দিনে সদর হাসপাতালের বহির্বিভাগে ৩ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অর্ধশতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে করোনা আতঙ্কে অন্যান্য রোগীর সংখ্যা কমলেও, শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণের মাঝে এক ধরণের ভীতি কাজ করছে।
শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগীরা জানান, কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশিসহ শ্বাসকষ্ট নিয়ে এখানে ভর্তি হয়েছি। আগের থেকে একটু ভাল মনে হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তণের কারণে হাসপাতালে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।এর সাথে করোনার কোন সম্পর্ক নেই। তাই আতঙ্কের কিছু নেই।
করোনা নিয়ে তিনি বলেন, করোনা ব্যাপারে আমরা সব সময় সতর্ক রয়েছি। এ বিষয়ে আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। আর করোনা সংক্রান্ত সচেতনতা মূলক বিষয়গুলো মেনে চললে কারও ই ঝুকির মধ্যে থাকতে হবে না।
আরকে//