ভাষা সৈনিকদের পরিচিতি ও মর্যাদার দাবিতে ব্যতিক্রমি প্রচারণা চালাচ্ছে নওগাঁর একটি সামাজিক সংগঠন
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
ভাষা সৈনিকদের পরিচিতি ও মর্যাদার দাবিতে ব্যতিক্রমি প্রচারণা চালাচ্ছে নওগাঁর একটি সামাজিক সংগঠন। জেলার স্কুলগুলোর শিক্ষার্থীদের কাছে তারা তুলে ধরছেন ভাষা সৈনিক আর ভাষা শহীদদের ইতিহাস। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক আর শিক্ষকরা।
ভাষার মর্যাদা রক্ষায় বাঙ্গালী জাতির রয়েছে আত্মত্যাগের গৌরবময় ইতিহাস। পাঠ্যপুস্তকে কেবলমাত্র রফিক, জব্বার, শফিকসহ কয়েকজন মাত্র ভাষা শহীদদের নাম থাকলেও পুরো দেশ জুড়ে আছে অসংখ্য ভাষা সৈনিক।
নাম না জানা সেসব ভাষাসৈনিক আর ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে ব্যতিক্রমী ক্যাম্পেইন করছে নওগাঁ একুশে পরিষদ’ নামে সামাজিক সংগঠনটি।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা।
দেশের প্রতিটি অঞ্চলে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস ছড়িয়ে দেয়ার প্রয়াস সংগঠনটির।
নওগাঁর পাশাপাশি দেশ জুড়ে থাকা ভাষা সৈনিকদের তালিকা করে পূর্ন মর্যাদা দেয়ার দাবি সংগঠনটির।