ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

করোনাশঙ্কায় রাজশাহীতে সুন্নাতে খাৎনার অনুষ্ঠান পণ্ড 

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

করোনাশঙ্কায় রাজশাহী নগরে সুন্নাতে খাৎনার অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরের চন্দ্রিমা থানা পুলিশের একটি দল গিয়ে অনুষ্ঠান বন্ধ করে খাবার আয়োজনের প্যান্ডেল ভেঙ্গে দেয়। 

এ সময় অনুষ্ঠানে তৈরি করা খাবার অতিথিদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ দেয় হয়া বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীতে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে ভদ্রা মাজারের সামনে আতর আলী তার ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্যান্ডল তৈরী করে ৪০০ লোকের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।’

ওসি বলেন, ‘খবর পেয়ে এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। তবে যেহেতু খাবর তৈরী হয়ে গিয়েছিল সেহেতু সেগুলো ফেলে না দিয়ে অতিথিদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে বলা হয়েছে।’

এআই/