ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিভিল সার্জনের মেয়ের বিয়ে অনুষ্ঠান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত ২৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনার প্রস্তুতি হিসেবে জেলায় ৩৭ আইসোলেশন বেড ও কোয়ারেন্টাইনের জন্য ১'শ বেড প্রস্তুত রাখা হয়েছে। 

হোম কোয়ারেন্টাইন বাড়ানোর চেষ্টা চলছে। এদিকে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় এ পর্যন্ত ১১ প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিলি করা হচ্ছে। এদিকে সামাজিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন তার সরকারী বাস ভবনে ধুমধামে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে।

বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেয়ের ধুমধামে বিয়ের বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে সিভিল সার্জন মো. শাহ আলম জানান, পারিবারিকভাবে স্বল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হায়াৎ উদ দোলা খাঁন বলেন, আসলে বিষয়টি আমি শুনেছি আমরা যাচাই করে দেখব ঘটনার সত্যতা। আমরা প্রত্যেকেই জবাবদিহিতা মধ্যেই থাকি, কেউ যদি বিধি লংঘন করে কাজ করে থাকেন, অবশ্যই তিনি জবাবদিহিতা করতে হবে।

কেআই/আরকে