ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

সুবর্ণচরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি: ১৮ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার | আপডেট: ০৯:২১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

নোয়াখালীর সুবর্ণচরে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমান আদালত- পুরোনো ছবি

নোয়াখালীর সুবর্ণচরে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমান আদালত- পুরোনো ছবি

করোনা ভাইরাসের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কায় দেশে বিভিন্ন স্থানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। নোয়াখালী সুবর্ণচরে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির দায়ে ১৮ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ইবনুল হাসান। উপজেলার খাসের হাট, বাংলাবাজার, জোবায়ের বাজারের অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। 

এমএস/