ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে ৯৭ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

কুড়িগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬৭ জন। এখন পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯৭ জন বিদেশ ফেরত। ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনে শেষ করেছে ১২জন। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, হোম কোয়ারেন্টাইনে নুতুন করে যোগ হওয়া ৬৭ জনের মধ্যে উলিপুরে ৫০ জন, ভূরুঙ্গামারীতে ১১জন, সদর উপজেলায় ৪ এবং চিলমারীতে ২ জন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, এ পর্যন্ত সৌদি আরব, ইতালি, চীন,সিঙ্গাপুর, মালাশিয়া,ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা বিদেশ ফেরতর সংখ্যা ৫৬৯ জন।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বলেন, কুড়িগ্রামে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব মেলেনি। তবে বিদেশ ফেরতদের হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। 

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন,ইমিগ্রেশন সূত্রে বিদেশ ফেরতদের একটি তালিকা পাওয়া গেছে। পুলিশ বাড়ি-বাড়ি গিয়ে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার বাধ্য করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কেআই/আরকে