ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ অবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে- সংগৃহীত

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ অবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে- সংগৃহীত

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ অবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে বয়ে গিয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৫ শতাংশ। আজ শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। 

পরবর্তী ৪৮ ঘণ্টার বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। 

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাত না হলেও সন্ধ্যা পর ঢাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৩ দশমিক ৪ এবং সর্বনিম্ন ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

এমএস/