ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

মদের কারখানায় তৈরি হচ্ছে স্যানিটাইজার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন- সংগৃহীত

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন- সংগৃহীত

বিশ্ব করোনা ভাইরাসের প্রকোপে টালমাটাল। এর মধ্যেই সাড়ে ১১ হাজারের মৃত্যু হয়েছে। ছড়িয়ে পড়েছে ১৭৫টি দেশে। মানুষ সচেতন হয়েও যেন এ ভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে। মানবতার সেবায় আবারও এগিয়ে এলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। তার অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মদ বানানো বন্ধ রেখে স্যানিটাইজার বানানো শুরু করেছেন তিনি।

করোনা ভাইরাসে ভালোমতোই আক্রান্ত হয়েছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে আটশ ছাড়িয়ে গেছে এবং মারা গেছেন সাত জন। এ বিপর্যয়ের সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সাহায্যের আবেদন জানান। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ওয়ার্ন তার মদের কারখানায় স্যানিটাইজার বানানো শুরু করেছেন গত ১৭ মার্চ থেকে। ৭০ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ ‘মেডিক্যাল-গ্রেড’ এসব স্যানিটাইজার পশ্চিম অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালকে দেওয়া হবে। সর্বকালের অন্যতম সেরা এই লেগস্পিনার ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট পেয়েছেন। নিজের টেস্ট অর্জন অনুসারে তার মদের কোম্পানির নাম রাখেন ‘সেভেন জিরো এইট জিন’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অন্যদেরও এগিয়ে আসার আহবান জানিয়ে ওয়ার্ন লেখেন, ‘অস্ট্রেলিয়ানদের জন্য সময়টা ভীষণ কঠিন। এই সময়ে রোগটার সঙ্গে লড়তে ও মানুষের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসা ব্যবস্থার সাহায্যার্থে আমাদের সবার এগিয়ে আসা উচিত।’

উল্লেখ্য, কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিজের টেস্ট ক্যাপ নিলামে তুলে ১০ লাখ ডলার সংগ্রহ করেছিলেন তিনি।

এমএস/