কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে- ডক্টর ফরাসউদ্দিন
প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৯ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার
রিজার্ভ থেকে টাকা লোপাটের ঘটনায় আতঙ্কিত না হয়ে কেন্দ্রীয় ব্যাংকের গোটা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে জানিয়েছেন সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। স্পর্শকাতর বিভাগগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারির পাশাপাশি সংশ্লিষ্ট বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যপারেও সর্বোচ্চ সতর্ক থাকারও পরামর্শ তার। এদিকে ফিলিপাইনে যাওয়া টাকা উদ্ধারে অগ্রগতির কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে ফিলিপিন্সে যাওয়ার পর নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন ফেডারেল ব্যাংক, সফটওয়ার কর্তৃপক্ষ না-কি বাংলাদেশ ব্যাংক কার দুর্বলতায় এতো বড় চুরি? জানতে দিনভর বাংলাদেশ ব্যাংকে গনমাধ্যম কর্মীদের ভিড়। তবে এ ব্যপারে মুখ না খুললেও টাকা উদ্ধারে আরও অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।
তবে টাকা উদ্ধারের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিলেন এই সাবেক গভর্নর।
এতে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ তার। এ ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজন ছয়জনের বিরুদ্ধে তদন্তে নেমেছে ফিলিপিন্সের মুদ্রাপাচার প্রতিরোধ কর্তৃপক্ষ।