ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

নাসিরনগরে ২ আমেরিকানসহ ৬ জন হোম কোয়ারেন্টাইনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২ আমেরিকানসহ একই পরিবারের ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে ২১ মার্চ থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নিদের্শ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। মোট ২২৫ জন প্রবাসীদের মধ্যে ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। ওই পরিবারকে উপর নজর রাখার জন্য গ্রাম পুলিশকে নিদের্শ দেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্র থেকে দুইজন প্রবাসী নবীনগরে আসেন। সেখানে হোম কোয়ারেন্টোইনে না থেকে শশুরবাড়ি নাসিরনগরে বেড়াতে আসেন। এ খবর জানার পর স্থানীয়রা বিষয়টি পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরপর উপজেলা প্রশাসন ও পুলিশের একটি টিম ওই বাড়িতে গিয়ে দুইজন আমেরিকানসহ বাড়ির ৬ জন সদস্যকে  হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে যুক্তরাজ্যের দুই প্রবাসী শাহিন মিয়া ও গিয়াস উদ্দিন নামে দুই প্রবাসীকে নিয়ে পড়েছেন বিপাকে। তাদের খুঁজে বের করতে পুলিশ, গ্রাম পুলিশ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সকল পেশার মানুষ খুঁজেও তাদের পাচ্ছেনা। তারা বাংলাদেশে আসার পর থেকেই লাপাত্তা বলে জানান পুলিশ প্রশাসন।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, যুক্তরাজ্য প্রবাসী শাহিন মিয়া ও গিয়াস উদ্দিনের বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার জানান, দুইজন যুক্তরাষ্ট্র প্রবাসী নবীনগর থেকে নাসিরনগরের সদরে এসে বসবাস করছে। অথচ প্রশাসনকে অবহিত করেননি। আমরা তাদের পরিবারের ৬ সদস্যকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নিদের্শ দিয়েছি। 

কেআই/আরকে