দুবাই ফেরত বিউটিকে জরিমানা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
দুবাই ফেরত বিউটিকে জরিমানা
করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাঘুরি করায় দুবাই ফেরত বিউটি খাতুন নামে এক নারীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত।
শনিবার (২১ মার্চ) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমশিনার (ভূমি) রকিবুল হাসান।
জানা গেছে, আজ বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামে অভিযান পরিচালনা করে দুবাই ফেরত বিউটি খাতুনকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুই হাজার (২০০০/-) টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়। একইসঙ্গে তাকে আগামী ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক রকিবুল হাসান জানান, এ ধরনের অপরাধ যারা করবেন তাদের প্রত্যেককেই জরিমানা করা হবে এবং বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিয়ম মেনে চলতে হবে।
এনএস/