ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

১১ কাঁচামাল ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার | আপডেট: ১০:৪৩ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং টিম শনিবার ঠাকুরগাঁয়ের বিভিন্ন বাজারে অভিযান করে ১১ জন কাঁচামাল ব্যবসায়ীকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিং টিম সদরের রোড বাজারস্থ আড়ত পরিদর্শন করে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অপর আরও এক ব্যবসায়ীকে বিভিন্ন অংকে মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
 
অপরদিকে একই দিনে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে উপজেলা বাজার মনিটনরিং টিম চাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সদর উপজেলার গড়েয়া বাজার ও আড়ত পরিদর্শন করেন।
  
এ সময় তিনি মূল্য তালিকা না থাকা ও দাম বেশি নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জন আড়তদারকে বিভিন্ন অংকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন। 

কেআই/আরকে