ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২ এএম, ২২ মার্চ ২০২০ রবিবার | আপডেট: ০২:২২ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার

রাজধানীর খিলগাঁও-এ নাগদারপার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল হাওলাদার ওরফে জুনা (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সোহেল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আদিনগর গ্রামের সবুজ হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার (২২ মার্চ) ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিহত সোহেল হত্যা মামলাসহ ১৭ মামলার আসামি। মাদক মামলায় কয়েকদিন আগে গ্রেফতার হন তিনি। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে তাকে নিয়ে নাগদারপার এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলের সহযোগীরা গুলি বর্ষণ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। গোলাগুলিতে সোহেল গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার জব্দ করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএ/