করোনায় আক্রান্ত হলে যা করবেন তসলিমা নাসরিন?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার
সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে সবাই। বৈশ্বিক এই মহামারি নিয়ে শংকিত ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও।
তসলিমার শরীরে যদি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রবেশ করে তবে তিনি কী করবেন, তা জানিয়ে দিয়েছেন। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন লেখিকা।
তিনি লিখেছেন- ‘আমাকে করোনা ভাইরাস ধরলে আমি নির্ঘাত মরবো। কারণ আমার বয়স বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যখন আমার উপসর্গ শুরু হবে, কেউ আমাকে দেখতে আসবে না। সম্পূর্ণ একা তখন আমি। কী করবো তখন? প্রিয় রবীন্দ্রসংগীতগুলো শুনতে থাকবো। একসময় মরে যাবো। আমার মৃতদেহ দূরে কোথাও নিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আমি যে দিল্লির এইমস আর নিউইয়র্কের ল্যাংগনে মৃতদেহ দান করেছি, কোনও লাভ হবে না, ভাইরাসে মৃত্যু হলে ওরা দেহ নেয় না।
পৃথিবীটা হঠাৎ করে কীরকম ভয়াবহ হয়ে উঠেছে। এই পৃথিবীকে আমি চিনি না।’
এসএ/