করোনা শনাক্তে ১০ হাজার কিট আমদানি করছে গাজীপুর সিটি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার
করোনা ভাইরাস শনাক্তে সিঙ্গাপুর থেকে ১০ হাজার কিট আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম।
আজ রোববার দুপুরে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মেয়র বলেন, ‘করোনা মোকাবেলায় সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক ৬৩টি কমিটি করা হয়েছে। এ কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো যৌথভাবে পালন করবে।’
সিটি করপোরেশন এলাকায় প্রায় ২২ লাখ পোশাক শ্রমিক রয়েছে উল্লেখ করে তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘কোন শ্রমিকের প্রাথমিকভাবে জ্বর ও ঠান্ডা লাগলে তাকে যেন ছুটি দিয়ে দেয়া হয়। সে যেন বাসায় অবস্থান করে। সে ব্যাপারে গার্মেন্টস মালিক এবং সিটি করপোরেশন সহযোগীতা করবে এবং তাদের অর্থনৈতিক সুবিধা দেয়া হবে।’
মত বিনিময় সভায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক খলিলুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এআই/