ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ন্যাশনাল ডিফেন্স কলেজে অন লাইন ক্লাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় একধাপ এগিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ। "অনলাইন লাইভ" ক্লাস (সেশন) পরিচালনার মাধ্যমে ৪.০ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশের লক্ষে আরও এগিয়ে গেল ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ।

দেশে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ হিসেবে এনডিসি "অনলাইন লাইভ" ক্লাস চালু করেছে। এ পদ্ধতিতে অতিথি বক্তাগণ নিজেদের সুবিধাজনক স্থান থেকে বক্তব্য (লেকচার) দেন এবং কোর্স সদস্যবৃন্দ নিজেদের বাড়িতে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করেন এবং একই প্ল্যাটফর্ম ব্যবহার করে পরস্পর মতবিনিময় করেন। ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৮২ জন সদস্য এবং এএফডব্লিউসি এর ৫২ জন সদস্য এ পদ্ধতির সুফল পাচ্ছেন। 

এ যাবৎ ভিডিও কনফারেন্সিং ব্যবসা-বাণিজ্যে এবং অফিসিয়াল কাজে সীমিত পরিসরে ব্যবহৃত হয়ে এসেছে। এনডিসি এর "লাইভ" ক্লাসের এ প্রয়াস ভিডিও কনফারেন্সিং এর সীমিত ব্যবহারকে বিস্তৃত করছে। এনডিসি কমান্ডান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এ পদ্ধতিকে বর্তমান পরিস্থিতিতে জ্ঞানচর্চা অব্যাহত রাখার একটি সময়োপযোগী ও কার্যকরী উদ্যোগ বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, এনডিসি বিগত ২০১৯  শিক্ষাবর্ষ থেকে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট পদ্ধতি এবং কাগজবিহীন শিক্ষার পরিবেশ চালু করেছে।

আরকে//