ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল কোয়ারেন্টাইনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭ এএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে। 

গত শুক্রবার করোনায় আক্রান্ত এক চিকিৎসকের সংস্পর্শে আসার পর তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

মেরকেলের মুখপাত্রের বরাত দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছে বিবিসি। 

জার্মানিতে রোববার করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মেরকেল। ওই সংবাদ সম্মেলনের পর করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসার তথ্য জানানো হয় তাকে। 

এদিকে জার্মানিতে করোনার প্রাদুর্ভাব এড়াতে একসঙ্গে দুইজনের চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।