ভৈরবে ইতালিফেরত ব্যক্তির মৃত্যু, দুই হাসপাতাল লকডাউন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
কিশোরগঞ্জের ভৈরবে ইতালিফেরত আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় তাকে চিকিৎসা দেয়া দুটি হাসপাতাল ও ওই ব্যক্তির বাড়ির আশপাশের ১০ বাড়িতে জনসাধারণের চলাচল সীমিত করেছে প্রশাসন।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।
জানা গেছে, আব্দুল খালেকের বাড়ি শহরের জগন্নাথপুর এলাকায়। গত ২৮ ফেব্রুয়ারি তিনি ইতালি থেকে দেশে ফেরেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাকে শহরের আবেদীন হাসপাতাল নেয়া হলে চিকিৎসকরা তাকে আইসোলেশন সেন্টারে যেতে বলা হয়।
কিন্তু তার স্বজনরা তাকে সেখানে না নিয়ে ‘ডক্টরস চেম্বার’ নামের একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে রাত ১১টার দিকে আব্দুল খালেকের মৃত্যু হয়।
এআই/