করোনায় আরও ১ জনের মৃত্যু; নতুন আক্রান্ত ৬
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার | আপডেট: ০৪:১৯ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
সংবাদ সম্মেলনে কথা বলছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা- পুরোনো ছবি
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ৬ জনের আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। সোমবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মী বলে তিনি জানিয়েছেন।
মীরজাদী ফ্লোরা বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩৩ জন মারণ এই ভাইরাসে আক্রান্ত হলেন।’
তিনি বলেন, ‘যারা বয়স্ক ও অসুস্থ তারা বাসা থেকে বের হবেন না।’
নতুন করে আক্রান্ত ছয়জনের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন। বিশ থেকে ত্রিশের মধ্যে একজন, ত্রিশ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন। ৪০ থেকে ৫০ বয়সের মধ্যে একজন, ষাটোর্ধ দুইজন। আক্রান্ত মোট ৩৩ জনের মধ্যে ১৫জন ঢাকার বাসিন্দা।
এমএস/