রাজধানীর ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫২ এএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউনের ঘোষণা দিয়েছে সেই এলাকার পরিবেশ কমিটি।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এক নোটিশ জারি করে সেই এলাকার বাসিন্দাদের ১৪ দিন ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
ওই এলাকায় একজন করোনা আক্রান্ত রোগী পাওয়ার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটির সদস্য সচিব ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আ ফ ম সাইফুল আমিন।
নোটিশে বলা হয়, এই আবাসিক এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এ অবস্থায় আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে সবাইকে বাধ্যতামূলক আগামী ১৪ দিন নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করা হলো। এই সামাজিক বিচ্ছিন্নতা ব্যাপারে সবার ঐকান্তিক সমর্থন আপনাকে, আমাকে এবং আমাদের বৃহত্তর পরিবারকে নিরাপত্তায় রাখতে পারে। এটা অতীব জরুরি সামাজিক দায়বদ্ধতা, এ ব্যাপারে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।