ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাগেরহাটে করোনা সংক্রোমণ রোধে মাস্ক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

বাগেরহাটে করোনা ভাইরাস সংক্রমণ রোধে যানবাহন চালক ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় শহরের মিঠাপুকুর পাড় মোড়ে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এই মাস্ক বিতরণ করা হয়। 

এ সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে এখনও মানুষ সচেতন নয়। অনেকে সরকারি নিয়মকানুন মানছেন না। এছাড়া মাস্কের অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষেরা মাস্ক ক্রয় করতে পারছেন না। তাই আমরা যানবাহন চালক, শ্রমিক, পথচারী ও নিম্ন আয়ের ৫ শতাধিক মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেছি।’