ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মিরসরাইয়ে লায়নস ক্লাবের উদ্যোগে লক্ষাধিক মাস্ক ও লিফলেট বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

মিরসরাইয়ে সাধারণ মানুষের মাঝে ১ লাখ ১৫ হাজার পিস মাস্ক বিতরণ করছে লায়নস ক্লাব চিটাগাং মিরসরাই। চট্টগ্রামের ক্লিফটন গ্রুপের সৌজন্যে মিরসরাই সিম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় ও মিরসরাই এসোসিয়েশন এর সহযোগিতায় করোনা প্রতিরোধক এসব উপকরণ স্থানীয় পর্যায়ে বিতরণ করবে উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, থানা ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাল বিকাল সাড়ে ৩টা নাগাদ মিরসরাই প্রেস ক্লাব কার্যালয়ে বিভিন্ন সংগঠন ও সংস্থার মাঝে এসব উপকরণ বিতরণ করেন মিরসরাই এসোসিয়েশন এর সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মেদ, লায়নস ক্লাব চিটাগাং এর পরিচালক এজেড এম সাইফুল ইসলাম টুটুল, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি আশরাফ উদ্দিন সোহেল প্রমুখ।

লায়নস ক্লাব চিটাগাং এর পরিচালক এজেড এম সাইফুল ইসলাম টুটুল জানান, আমরা এ পর্যায়ে ১ লাখ ১৫ হাজার পিস মাস্ক ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিপলেট বিতরণ করছি। বুধবার মিরসরাই উপজেলা প্রশাসন, মিরসরাই ও জোরারগঞ্জ থানা, মিরসরাই প্রেসক্লাবসহ একশ'টির মত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আমরা আরও বেশ কিছু উপকরণ বিতরণ করব।

কেআই/এসি