ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
শ্রীলঙ্কায় নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের সুপার সিক্সে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ।
কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য একশ’ ৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানে অপরাজিত ছিলেন মোনা মিশ্রাম। ৯২ বলের মোকাবেলায় ১২টি চারের মার ছিল এই ওপেনারের ইনিংসে। এছাড়া, দলপতি মিতালি রাজ অপরাজিত ছিলেন ৭৩ রানে। এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে একশ’ ৫৫ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ফারজানা হক। ভারতের হয়ে মানসি জোসি নেন ৩ উইকেট।