ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৫ ১৪৩১

এটিএম কার্ড জালিয়াতির মামলায় জার্মান নাগরিকের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৬ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

এটিএম কার্ড জালিয়াতির মামলায় জার্মান নাগরিক পিওতর মাজুরেক আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক  জবানবন্দিতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে নতুন মামলায় আরও ৫ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহষ্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পিওতর। জবানবন্দিতে পিওতর তার ৩ বিদেশি সহযোগি ও এক বাংলাদেশি বংশদ্ভুত ব্রিটিশ নাগরিকের নাম উল্লেখ করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে। এছাড়া তার বাংলাদেশি সহযোগিদের বিষয়েও বিস্তারিত দিয়েছেন। গত এক বছর ধরে বাংলাদেশে বসবাস করে আসছিলেন তিনি। গত মাসের শুরুতে কয়েকটি বেসরকারি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতি করে লাখ লাখ টাকা তুলে নেয়। পরে এ বিষয়ে মামলা হলে পিওতর ও তার দেশি-বিদেশি সহযোগিদের টাকা লুটপাটের চাঞ্চল্যকর চিত্র বেরিয়ে আসে। এই প্রতারক চক্র শুধু এটিএম কার্ড জালিয়াতি নয়, হোটেল ও বিপনী বিতানে ব্যবহার হওয়া পয়েন্ট অব সেল টার্মিনাল বা পিওএস মেশিনের মাধ্যমেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গত ২১ ফেব্রুয়ারি পিওতর ও তার বাংলাদেশি ৩ সহযোগিকে গ্রেপ্তার কওে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৫মার্চ আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।