করোনা মোকাবেলায় মৌলভীবাজারে বিভিন্ন সংগঠনের উদ্যোগ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি এর ভাড়াউড়া ডিভিশন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ক্রীট নাশশক স্প্রে করা হয়েছে। আর শ্রীমঙ্গল সরকারী কলেজ ৯৫ ব্যাচ এর স্টুডেন্ট উদ্যোগে বিতরণ করা হয়েছে মাস্ক, সাবান ও লিপলেট।
বৃহস্পতিবার সকাল থেকে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালিক ও ফিনলে ভাড়াউড়া চা বাগানের জেনারেল ম্যানেজার জিএম শিবলীর উদ্যোগে এ ক্রীট নাাশক স্প্রে কার্যক্রম চলে বিকেলে ৩টা পর্যন্ত।
এদিকে শ্রীমঙ্গল সরকারী কলেজ ৯৫ ব্যাচ এর স্টুডেন্ট রা শ্রীমঙ্গল শহরতলী ও চা বাগান এলাকায় দুই শতাধিক নিন্ম আয়ের মানুষের মধ্যে মাস্ক, ৫শতাধিক মানুষের মধ্যে হাত ধুয়ার সাবান ও সচেতনতা মূলক লিপলেট বিতরণ করেছে। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়েক আহমদ, শ্রীমঙ্গল সরকারী কলেজ ৯৫ ব্যাচ এর স্টুডেন্ট ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক এসকে দাশ সুমন স্টুডেন্ট সাবিনা বেগম, আছমা আক্তার, রিপন দে ও ৯৫ ব্যাচের অনান্য সদস্যরা।
আরকে//