ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

৫০টি দেশের প্রায় ২২ হাজার আইএস সদস্যের বিস্তারিত তথ্য প্রকাশ

প্রকাশিত : ১০:৫০ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫০ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

৫০টি দেশের প্রায় ২২ হাজার আইএস সদস্যের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে জার্মান গোয়েন্দা বিভাগ। সম্প্রতি আইএস থেকে বের হয়ে আসা এক সদস্য জার্মান গোয়েন্দা বিভাগের কাছে এ সংক্রান্ত একটি দলিল হস্তান্তর করেন। বিশেষজ্ঞরা এর সত্যতা নিশ্চিত করেছে। আরবী ভাষায় লেখা ওই দলিলে যুক্তরাজ্যের ১৬, যুক্তরাষ্ট্রের ৪ ও কানাডার ৬ নাগরিকের নাম রয়েছে। এছাড়া ফ্রান্স, জার্মানিসহ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেকের নামও রয়েছে। প্রত্যেক সদস্যের নাম, ঠিকানা, ফোন নম্বরসহ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যও রয়েছে ওই দলিলে। এসব তথ্যের ভিত্তিতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে জার্মানির সন্ত্রাসবিরোধী সংস্থা।