ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ভাষা আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা ছিলো শরীয়তপুরের কৃতিসন্তান ডাক্তার গোলাম মাওলার

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১২:৩৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

ভাষা আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা ছিলো শরীয়তপুরের কৃতিসন্তান ডাক্তার গোলাম মাওলার। ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। তার তত্বাবধানে নির্মাণ করা হয় জেলার প্রথম শহীদ মিনার। গোলাম মাওলার আহবানে সাড়া দিয়ে সেদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন শরীয়তপুরের ছাত্ররা। ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা ছিলো মেডিকেল ছাত্র গোলাম মাওলার। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় ২১ ফেব্র“য়ারি হরতাল ডেকে রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ভূমিকা রাখেন তিনি। ২১ ফেব্র“য়ারী গোলাম মাওলার নেতৃত্বে ছাত্ররা একত্রিত হন। সিদ্ধান্ত নেন ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলন চালিয়ে যাওয়ার। মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে ২৩ ফেব্র“য়ারি রাতে তার তত্ত্বাবধানে নির্মিত হয় প্রথম শহীদ মিনার। তার আহবানে উজ্জীবিত হয়ে শরীয়তপুরের ছাত্ররাও সেদিন ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে। এদিক গোলাম মাওলার স্মরণে জেলার নড়িয়ায় একটি সড়ক ও একটি ব্রীজের নামকরণ করা হয়েছে। তবে সেগুলোর এখন বেহাল দশা। এছাড়া শরীয়তপুর সদরে রয়েছে ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা গণগ্রন্থাগার। ১৯৬৭ সালের ২৯ মে মৃত্যুবরণ করেন ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা।