ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করোনা প্রতিরোধে টাঙ্গাইল পুলিশের নানামুখী কার্যক্রম

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার | আপডেট: ০৩:৪০ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেনতনামূলক কার্যক্রম চালাচ্ছে টাঙ্গাইলে জেলা পুলিশ। আজ শুক্রবার সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

সকালে শহরের পাঁচআনী বাজার, ছয়আনী বাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় পুলিশ সুপারের নেতৃত্বে বাজার দর মনিটরিংসহ নিত্যপণ্য কিনতে আসা ক্রেতাদের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশনা দেয়া হয়। 

পাশাপাশি কাঁচাবাজার ও ঔষুধের দোকানের সামনে একটি নির্দিষ্ট দূরত্ব পর পর বৃত্ত দিয়ে ক্রেতাদের দাঁড়ানো ও অযথা বাড়ির বাইরে কাউকে না আসার আহ্বান জানানো হয়। 

এ সময় জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘সারাবিশ্বে করোনা ভাইরাসে আতংক বিরাজ করছে। তাই প্রথমেই জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। ইতোমধ্যেই হাত ধোয়া কর্মসূচি, মাস্ক ও হ্যান্ড গ্লোভস বিতরণ করা হয়েছে। এখন সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য দোকানগুলোর সামনে তিন ফুট পর পর বৃত্ত করে দেয়া হচ্ছে। এছাড়া হাট-বাজারে জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত আছে।’

এআই/