দৌলতদিয়া ফেরি ঘাট ও বাস টার্মিনালে যাত্রীদের ভীড়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে দেশের সকল যানবাহন ও নৌরুট বন্ধ। শুধু পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকার, মাইক্রোবাস ও এ্যাম্বুলেন্স পারাপার করার জন্য সীমিত আকারে নৌরুট সচল রয়েছে।
দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, সরকারি আইন অমান্য করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এবং বাস টার্মিনালে যাত্রীদের ভীড়। যানবাহন সংকট থাকায় অনেক যাত্রী পণ্যবাহী ট্রাকে ও মাইক্রোবাসে গৌন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন।
বিআইডব্লিউিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, পণ্যবাহী ট্রাক এবং প্রাইভেটকার, মাইক্রোবাস ও এ্যাম্বুলেন্স পারাপার করার জন্য সীমিত আকারে ফেরি চলাচল করছে। তবে অনেক যাত্রী ঘাটে চলে আসায় ফেরি পারাপার হচ্ছে।
আরকে//