করোনা ভাইরাস প্রতিরোধে
হিলি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা প্রদান
হিলি প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাস প্রতিরোধে হাকিমপুর (হিলি) পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতনের টাকা প্রদান করেছেন। এই টাকা দিয়ে পৌরসভার অসহায় গরীব মানুষদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সামগ্রী বিতরন করা হবে।
হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, সারা বিশ্বেই নবেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আমাদের বাংলাদেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে দশ দিনের সাধারন ছুটিসহ নানা মুখি উদ্যোগ নেওয়া হয়েছে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে আমরাও শরীক হতে গতকাল এক বৈঠকে আমাদের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা প্রদান করেছি।
সেই টাকা দিয়ে পৌরসভার অসহায় গরীব মানুষদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজেশন ও হেক্সিসল বিতরন করা হবে। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি এগিয়ে আসি তবে এটি দমনে ভালো ভুমিকা রাখবে বলেও তিনি জানিয়েছেন।
আরকে//