শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১১:২৭ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরহী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, শুক্রবার সকালে শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় একটি প্রাইভেট কার ও মটরসাইকেলের মূখোমূখি সংঘর্ষে মটর সাইকেলের চালক ও তার সাথে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। আহতবস্থায় তাদের উদ্বার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পরে সিলেট এমএজি উসমানী রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬টার দিকে একজন এবং ৭টার দিকে আরো একজন মারা যান।
নিহতরা হলেন জালাল মিয়া (৪২) ও সেলিম মিয়া (৩৫)। সেলিম মিয়ার বাড়ি শ্রীমঙ্গল কালীঘাট রোডে তার পিতার নাম আমির হোসেন এবং জালাল মিয়ার বাড়ি সিলেটের জৈন্তায় তার পিতার নাম আব্দুল লতিফ। নিহত দুইজনই শ্রীমঙ্গলের কালাপুর গ্যাস প্লান্টেশনে চাকুরী করতেন।
আরকে//