টাঙ্গাইলে নতুন করে হোম কোয়ারেন্টাইনে ৬৭
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
করোনায় আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলে নতুন করে ৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলার ১২টি উপজেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৪৫ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদেশফেরত মোট ১ হাজার ৫৩৮ জনকে করোনা সন্দেহে বিশেষ পর্যবেক্ষণে আনা হয়। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৭৯৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, ‘প্রবাসীসহ যাদেরকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। তবে এখন পর্যন্ত কারো দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।’
এআই/