ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ০৯:৪১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৯:৪১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার

লা লিগায় এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরো শক্ত করলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে প্রথমার্ধেই এগিয়ে যায় রিয়াল। ৩৩ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন আলভারো মোরাতা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় জিদানের শিষ্যরা। ৮৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান মিডফিল্ডার গ্যারেথ বেল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৫২ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে রোনালদো, বেল ও বেনজেমারা। আর ৩২ পয়েন্ট নিয়ে এসপানিওলের অবস্থান ৯ নম্বরে।