নাটোরে হোম কোয়ারেন্টাইনে ১৯৬, মাঠে তৎপর প্রশাসন
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার
করোনা আক্রান্ত সন্দেহে নাটোরে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪২২ জনের মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় এখন পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ২২৬ জনকে। ফলে, বর্তমানে এ ব্যবস্থায় রয়েছেন ১৯৬ জন।
এদিকে করোনা নিয়ে জনসচেতনতায় মাঠে তৎপর রয়েছে প্রশাসন। জেলা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পাশাপাশি মাইকে সকলকে করোনা সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিচ্ছেন র্যাব-৫ এর সদস্যরা।
অন্যদিকে, গতরাতে করোনা সংক্রাণ সন্দেহে বাগাতিপাড়ার এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির পর ওই ছাত্রের বাড়িসহ ৭টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।
তবে ওই ছাত্রটি আজ সকাল থেকে সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান। তিনি জানান, ‘গত ২৪ ঘণ্টায় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রকে আইসোলেশন ইউনিটে ভর্তি ব্যতীত নতুন করে কাউকে পাওয়া যায়নি।’
এআই/