আমি করোনায় আক্রান্ত নই: স্বাস্থ্যমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২১ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি করনো ভাইরাসে আক্রান্ত নই। আমি টেস্ট করিয়েছি। আমি যেহেতু করোনায় আক্রান্ত নই, ফলে আমার কোয়ারেন্টাইনে থাকার দরকার নেই। আমি তো কাজ করছি। অন্যরা যেভাবে আছে আমিও সেভাবে আছি।
রোববার দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, করোনাভাইরাস রোধে আমাদের প্রস্তুতি ছিল কি না। আমি বলতে চাই, আমরা জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়েছি। ঢাকায় ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। চিকিৎসকদের সুরক্ষার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়ায় বাংলাদেশ ভালো আছে। অনেকেই বলছেন, আমাদের দেশে সংখ্যা কম কেন? সংখ্যা বাড়লে কি আমরা খুশি হই?
মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু চিকিৎসার ব্যবস্থা করতে পারে। বিমানে যাতায়াত চলবে কি না, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। ইউরোপ-আমেরিকার বায়ার অর্ডার ক্যানসেল করছে, এটিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখার বিষয় নয়।
করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি বাড়বে কি না এ বিষয়ে মন্ত্রী জানান, ছুটি বাড়বে কি না তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমবি//