গাজীপুরে হাসপাতালের কোয়ারেন্টাইন মুক্ত হচ্ছেন আরও ৩৬
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার | আপডেট: ০২:৩৬ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার
গাজীপুরে মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা ৩৬ জনকে ১৬ দিন পর আগামীকাল ছাড়পত্র দেয়া হবে।
ছাড়া পেয়ে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলাম।
গত ১৪ মার্চ ইতালিফেরত ৪৪ জন বাংলাদেশি প্রবাসীকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের পূবাইল এলাকার ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।
এদের মধ্যে জ্বর থাকায় দু’দফায় ১৪ ও ১৫ মার্চ মোট ৮ জনকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ৪৪১ জনসহ মোট ১ হাজার ৫৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৫৫৮ জন।
এআই/