করোনা সন্দেহে সুবর্ণচরে ৪টি বাড়ি লকডাউন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার
করোনা ভাইরাস সন্দেহে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে এক অটোরিকশা চালকের বাড়ি লাল পতাকা দিয়ে চিহিৃত করেছে উপজেলা প্রশাসন। একই সাথে ওই বাড়িসহ আস-পাশের মোট ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে।
হোম কোয়ারেন্টাইনে রয়েছে অটোচালকের পরিবারের ৪ সদস্যসহ এসব বাড়ির সকল লোকজন।
আজ রোববার দুপুরে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান বাড়ি ৪টি লকডাউন ঘোষণা করেন।
তিনি জানান, ‘একজন অটোরিকশা চালক গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে তার বাড়িতে গিয়ে উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে তার বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত এবং তার আস-পাশের লোকজনদের সতর্কতায় আরও তিনটি বাড়িসহ মোট চারটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।’
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকুল হাসান জানান, ‘গত দু’দিন আগে জ্বর নিয়ে ওই অটোরিকশা চালক রাতে স্থানীয় একটি চেম্বারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাব্বিরের কাছে আসেন। তিনি গত ছয়দিন যাবত সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন বলে জানিয়েছেন। পরে ডাক্তার সাব্বির তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বললে তিনি হাসপাতালে না গিয়ে বাড়িতে থাকেন।’
তিনি জানান, ‘এলাকাবাসীর দেওয়া তথ্যে ভিত্তিতে রোববার দুপুরে উপজেলা ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা তার বাড়িতে যান। সেখান থেকে ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে রোববার বিকেলে জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) চট্টগ্রামে এ পাঠানো হয়েছে। আগামী তিন দিন পর নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তার শরীরে করোনা আছে কিনা জানা যাবে।’
এআই/