কুমিল্লা সিটি কর্পোরেশনের দরিদ্রদের খাদ্য বিতরণ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
করোনার উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্রদের খাদ্য সহায়তার জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২৭টি ওয়ার্ডের ৭ হাজার ১ শত ৫৫ টি পরিবারের মধ্যে বিনামূল্যে ১ শত ২ মেট্রিক টন খাদ্যদ্রব্য বিতরণের কার্যক্রম শুরু করেছে।
সোমবার কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাঙ্গনে ওয়ার্ড কাউন্সিলরদের কাছে এসব খাদ্য দ্রব্য হস্তান্তর করেন, কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।
কাউন্সিলরগণ নিজ ওয়ার্ডের ২৬৫ জন দরিদ্র পরিবারের ঘরে এসব খাদ্য দ্রব্য পৌছে দিবেন। এর আওতায় প্রত্যেক পরিবার ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, দেড় কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল ও আধা কেজি পেঁয়াজ পাবে।
এ সময় কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরকে//