করোনায় সৌদিতে বাংলাদেশির মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৯ এএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৯:৩১ এএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
বিশ্বব্যাপি মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। তার বাড়ি সাভারে।
সোমবার (৩০ মার্চ) হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।
মৃত ব্যক্তির কোনও আত্নীয়-স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি। তার পাসপোর্টে যে জরুরি নম্বর দেওয়া আছে সেটিতে প্রথমে ফোন করে সংযোগ পাওয়া যায়নি। অনেক চেষ্টার পরে যখন সংযোগ পাওয়া গেলে তখন বলা হলো সেটি ভুল নম্বর।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে।
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ওখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
এমবি//