চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৪ এএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
করোনা ইস্যুতে ২০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে চীনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর বর্তমানে চীনে এর দাপট শেষ হয়েছে। কিন্তু ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এ ভাইরাস ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। যার রেশ ধরেই এ মামলা।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের কয়েকজন সাধারণ নাগরিক ও ব্যবসায়ী গত ১২ মার্চ ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে এ মামলা করেন।
মামলার আর্জিতে বলা হয়েছে, করোনা ভাইরাস মোকবেলায় চীন সরকারের ভুল পদক্ষেপের কারণে তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বারমান ল’ গ্রুপের এক মুখপাত্র বলেন, আমেরিকাজুড়ে প্রায় একই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে যার মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও বড় বড় কোম্পানি রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা সবাই ক্ষতির শিকার।
ওই মুখপাত্র বলেন, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন যে, আমেরিকার সেনারা সম্ভবত চীনে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে। এ কারণেই প্রধানত মামলা করা হয়েছে।
একই ধরনের মামলা করা হয়েছে টেক্সাস ও নেভাদাতে।
এসএ/