ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

চুয়াডাঙ্গায় হতদরিদ্রদের পাশে চাকরিজীবী সেবা সংস্থা

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৪ এএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

চুয়াডাঙ্গায় হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিয়েছে সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের চাকরিজীবী সেবা সংস্থা। সোমবার (৩০ মার্চ) বিকেলে করোনার প্রভাবে গৃহবন্দি কর্মহীনদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সংগঠনের সভাপতি মোতাহার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান। এছাড়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম ও ছয়ঘরিয়া গ্রামের চাকরিজীবী সেবা সংস্থার সাধারণ সম্পাদক মজিবর রহমান বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন।  

এতে ১২০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, আধা কেজি সয়াবিন তেল ও আধা কেজি মরিচ দেয়া হয়।

এআই/