ফেনীতে হাতের নাগালে টিসিবির পণ্য
ফেনী প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
সরকার নির্ধারিত মূল্যে ফেনীতে টিসিবির ভোগ্যপণ্য বিক্রি করছে ডিলাররা। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের দুটি স্থানে ডাল, চিনি ও তেল বিক্রয় হচ্ছে।
করোনা সতর্কতায় জনসমাগম ঠেকাতে বন্ধ রয়েছে জেলার প্রায় ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রসহ সামাজিক অনুষ্ঠান। তাই পণ্যের সংকট দেখিয়ে যাতে অসাধু ব্যবসায়ীরা গ্রাহকদের হয়রানি করতে না পারেন এবং ভোগ্যপণ্যের চাহিদা পূরণ ও নায্যমূল্যে পণ্য সরবরাহ করতেই এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
তবে করোনা সতর্কতায় সামাজিক দূরত্বের নির্দেশনা থাকলেও, তা উপেক্ষা করে টিসিবির পণ্য পরিবহণের সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গ্রাহকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় টিসিবি মালামাল কম দিচ্ছে। তাই বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
টিসিবির ডিলার মো. হুমায়ুন কবির ভূঞা সাংবাদিকদের জানান, ‘আজ তৃতীয় ধাপে শহরের দুটি স্থানে ৬৫০ কেজি চিনি, ৩০০ কেজি মশুরের ডাল, ১ হাজার লিটার ভোজ্য তেল বিক্রি হবে। এর মধ্যে চিনি ও ডাল ৫০ টাকা এবং তেল লিটার প্রতি ৮০ টাকায় বিক্রয় করা হচ্ছে।’
এআই/