ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

গাজীপুরে কোয়ারেন্টাইন থেকে মুক্ত ৭ প্রবাসী

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বুধবার সকালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ৭ ইতালি ফেরত প্রবাসীকে অবমুক্ত করা হয়। 

ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতাল থেকে গত ১৮ মার্চ রাতে ৭ প্রবাসীকে পাবুরের ওই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আনা হয়েছিল।

বুধবার সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: আসমত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সালাম সরকার ও কাপাসিয়া থানা পুলিশের উপস্থিতিতে তাদের কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করে দেয়া হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সালাম সরকার জানান, পাবুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিল। এই কেন্দ্র থেকে বুধবার সকালে ৭ জন ইতালি ফেরত প্রবাসীকে অবমুক্ত করা হয়। তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন আর অপর ২ জনকে ৪ এপ্রিল অবমুক্ত করা হবে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৪) সিমিন হোসেন রিমি এমপির সার্বিক সহযোগিতায় ৭ প্রবাসীকে নিরাপদে গাড়ি দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।