ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সরকারি কর্মকর্তার বাড়িতে লাল পতাকা, কোয়ারেন্টাইনে ৫৬৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

বাঞ্ছারামপুরে সরকারি কর্মকর্তার বাড়িতে লাল পতাকা

বাঞ্ছারামপুরে সরকারি কর্মকর্তার বাড়িতে লাল পতাকা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে করোনার উপসর্গ পাওয়ায় সরকারি কর্মকর্তার বাড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর বাড়িতে লাল পতাকা টাঙানো হয়।

জানা যায়, উপজেলার রূপসদী ইউপি চেয়ারম্যান মহসীন মিয়ার মাধ্যমে সেখানকার দক্ষিণপাড়ার বাসিন্দা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন সম্পর্কে তথ্য পায় উপজেলা প্রশাসন। এরপর তারা রাতেই সেখানে গিয়ে তার বাড়িটি লাল পতাকায় চিহ্নিত করা হয়। পরে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্যে ঢাকায় পাঠানো হবে। 

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় শহরে জনসমাগম অনেকটা বেড়েছে। 

এনএস/