এমন সংকটের দিনে জনগণের পাশে নেই বিএনপি : কাদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ও উদ্ভূত পরিস্থিতিতে জনগণের পাশে নেই বিএনপি।
বুধবার (১ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের এই সংকটে বিএনপি নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে শুধু সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। এই সংকটময় সময়ও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আসেনি, সহযোগিতার হাত বাড়ায়নি।’
তিনি বলেন, ‘বিএনপি দেশের এই দুঃসময়েও জনগণের পাশে নাই। তারা সরকারের সমালোচনা করে এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত।’ এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
পদ্মাসেতুর অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর অগ্রগতিও থেমে নেই। সর্বশেষ পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮ দশমিক ৫০ শতাংশ।’
এসএ/