ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

করোনা সন্দেহে নরসিংদীতে দুই বাড়ি লকডাউন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

লকডাউন করা বাড়ি দুটির সামনে পুলিশের পাহারা

লকডাউন করা বাড়ি দুটির সামনে পুলিশের পাহারা

নরসিংদীর ঘোড়াশালে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তির করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পিরিন্দার টেক গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে, পরীক্ষার জন্য অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, পিরিন্দার টেক গ্রামের এক বাড়িতে ৩/৪ দিন ধরে জ্বর, গলা ব্যথায় অসুস্থ হয়ে পড়া ৪০ বছরের এক ব্যক্তির মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ থাকায় তাৎক্ষণিক ওই বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়। ওই বাড়ির আশেপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

অসুস্থ ওই ব্যক্তি কয়েকদিন আগে এক প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন বলেও জানান তিনি।

এনএস/