ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৩ ১৪৩১

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫ এএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

রাঙামাটির কাপ্তাইয়ে উসুইপ্রু মারমা ওরফে আচেসে মারমা (৩০) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আচেসে ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতির পদে ছিলেন। 

জানা গেছে, ঘটনার মুহূর্তে ৪ ব্যক্তি কথা আছে বলে আচেসে মারমারকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে সেখান থেকে ৩শ গজ দূরের একটি স্থানে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। বর্তমানে ঘটনাস্থলের চারদিক ঘিরে রেখেছে আইন শৃংখলাবাহিনীর সদস্যরা। 

জানতে চাইলে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার সাংবাদিকদের জানান, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে নিহত যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এআই/