ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বি.বাড়িয়ায় ২৪ ঘন্টা হটলাইন চিকিৎসাসেবা চালু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ

ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ

করোনা ভাইরাস প্রতিরোধে ও রোগীদের সহায়তায় ২৪ ঘন্টা হটলাইন চিকিৎসাসেবা ব্যবস্থা চালু করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা বিএমএ’র উদ্যোগে এ সেবা চালু করা হয়।

এদিন দুপুরে জেলা হাসপাতাল রোড এলাকায় ২৪ ঘন্টা হটলাইন চিকিৎসাসেবা প্রদানের জন্য ৭টি ফোন নম্বর সম্বলিত একটি প্রচারপত্র বিলি করা হয়। 

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় ‘করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত নয়, সচেতন হোন’ শ্লোগানে জেলার রোগীদের অনলাইনে ২৪ ঘন্টা চিকিৎসাসেবা খোলার ব্যাপারে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে থাকা জেলা বিএমএর কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও করোনা প্রতিরোধ সহায়ক কমিটির সমন্বয়ক ডাঃ আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন, হাসপাতালের চিকিৎসক রানা নুরুস শামস, ফখরুল আলম, এম এ মনসুর  প্রমুখ। 

সভায় ৭ জন চিকিৎসকের সমন্বয়ে জেলার রোগীদের হটলাইনে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৭ জন চিকিৎসকের মধ্যে চারজন চিকিৎসক প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং তিনজন চিকিৎসক রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত রোগীদের মুঠোফোনে চিকিৎসাসেবা প্রদান করবেন। 

আলোচনা সভা শেষে জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আবু সাঈদ ৭ জন চিকিৎসককে নির্ধারিত নম্বর সম্বলিত একটি করে মুঠোফোন তুলে দেন। হটলাইনে ২৪ ঘন্টা চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন- খোকন দেবনাথ, শ্যামল রঞ্জন দেবনাথ, ফায়েজুর রহমান, নওশীন নাওয়ার, মোঃ রাফি, মোঃ সিয়াম, সাইফুল ইসলাম। 

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মুঠোফোনে নিম্নলিখিত ০১৩১৩-৭২২০৪০, ০১৩১৩-৭২২০৪১, ০১৩১৩-৭২২০৪২, ০১৩১৩-৭২২০৪৩ নম্বরে ফোন করে এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ০১৩১৩-৭২২০৪৪, ০১৩১৩-৭২২০৪৫, ০১৩১৩-৭২২০৪৬ নম্বরে ফোন করে যে কেউ চিকিৎসাসেবা নিতে পারবেন। 

পরে আবু সাঈদের নেতৃত্বে জেলার বিএমএর চিকিৎসক নেতারা হাসপাতাল রোড এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এই সাতটি মুঠোফোন সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। 

এ ব্যাপারে জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও করোনা প্রতিরোধ সহায়ক কমিটির সমন্বয়ক আবু সাঈদ বলেন, করোনা ভাইরাস আতঙ্কে মানুষ বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে যেতে পারছেন না। তাই সঙ্কটময় এই অবস্থায় কেউ যেন বিনা চিকিৎসায় না ভোগেন সেই চিন্তা থেকেই অনলাইনে ২৪ ঘন্টা চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে।

এনএস/