ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

৩শ’ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

করোনা ভাইরাসে ঢাকার বিপর্যস্ত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর লক্ষে পুরান ঢাকার একশো রিক্সাচালক ও তিনশো হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১১ টায় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সামাজিক দুরত্ব বজায় রেখে সমাজের গরিব , অসহায় , অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল , তেল , আলু , লবণ , পিয়াজ সহ শুকনো খাবার দেওয়া হয়। আর করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস, সাবান প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী নিতে আসা এক গৃহকর্মী শিউলি জানান,'আমি অন্যের বাসায় কাজ করে সংসার চালিয়ে এসেছি। কিন্তু করোনাভাইরাসের কারণে এখন কাজ বন্ধ। তাই এখন সংসার চালানোর মতো কোন ব্যবস্থা নেই। আজকের এই খাদ্যসামগ্রী দিয়ে যতদিন সংসার চালানো যায়।'
চা দোকানদার টুটুল বলেন, 'গত এক সপ্তাহ ধরে দোকান বন্ধ৷ কোন অর্থ উপার্জন হচ্ছে না। এতে সংসার চালাতে পারছি না। আজকে এই খাদ্যসামগ্রী পেয়ে অনেক উপকার হয়েছে।'
মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, 'প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নিদর্শনায় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে আত্বমানবতায় পাশে দাড়িয়েছে যুবলীগ। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সমর্থ অনুযায়ী নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাড়াচ্ছে। আমি নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ছুটি থাকায় আমাদের সমাজে যারা রিকশা-ভ্যান চালায়, চা-বিক্রেতা, ফুটপাতের হকার তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা সূত্রাপুর থানাধীন ৩০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি। মানবিক কারণে সমাজের বিত্তবানদেরও নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।’

আরকে//