৩ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২২ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩ এপ্রিল ২০২০, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ইতিহাসের পাতায় ৩ এপ্রিল ঘটনাবলি :
১০৪৩ - ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।
১৩১২ - ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
১৫৫৯ - স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।
১৬৬১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।
১৭৮৩ - সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।
১৮৫৭ - রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।
১৮৬০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।
১৮৯০ - ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।
১৯৩৯ - ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।
১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।
১৯৫৪ - শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।
১৯৯৫ - ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদযাপন করে।
২০০২ - ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।
আজ যারা জন্মগ্রহণ করেছেন :
১৭৮১ - ভারতীয় ধর্মীয় নেতা স্বামীনারায়ণ।
১৭৮৩ - আমেরিকান ইতিহাসবিদ ও লেখক ওয়াশিংটন ইরভিং।
১৮৮১ - ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩০ তম প্রধানমন্ত্রী আল্কিডে ডি গাস্পেরি।
১৮৮৪ - অস্ট্রেলীয় ক্রিকেটার জিমি ম্যাথুজ।
১৮৯৩ - ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক লেসলি হাওয়ার্ড।
১৯২৪ - অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্রান্ডো।
১৯২৫ - ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবন অ্যান্থনি নীল ওয়েজউড টনি বেন।
১৯২৯ - বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি, পুরকৌশলী ও পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) এর নকশা প্রণয়নকারী ফজলুর রহমান খান।
১৯৪৮ - ডাচ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক জাপ ডি হুপ শেফার।
১৯৫০ - বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মহিউদ্দিন আহমেদ আলমগীর।
১৯৬১ - আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এডি মারফি।
১৯৭৩ - ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব।
১৯৭৮ - জার্মান টেনিস খেলোয়াড় টমি হাস।
১৯৮২ - কানাডিয়ান অভিনেত্রী কবিয়ে স্মুল্ডেরস।
১৯৮৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় বেন ফস্টার।
১৯৮৫ - ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক লিওনা লুইস।
১৯৮৬ - আমেরিকান অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স।
১৯৮৮ - ডাচ ফুটবলার তিম ক্রুল।
১৯৯২ - রাশিয়ান সাঁতারু জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা।
১৯৯৫ - বাংলাদেশী ক্রিকেটার তাসকিন আহমেদ।
আজ যারা মৃত্যুবরণ করেছেন :
১২৮৭ - পোপ চতুর্থ অনারিয়াস।
১৬৮০ - ভারতীয় বিতর্কিত দস্যু ও মারাঠা সাম্রাজ্যের প্রবর্তক শিবাজী ভোসলে।
১৬৮২ - স্প্যানিশ চিত্রশিল্পী ও শিক্ষাবিদ বারটলমে এস্তেবান মুড়িলও।
১৮৯৭ - জার্মান পিয়ানোবাদক ও সুরকার জোহানেস ব্রামস।
১৯৪০ - স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাস।
১৯৪১ - হাঙ্গেরীয় শিক্ষাবি, রাজনীতিবিদ ও ২২ তম পাল টিলেকি প্রধানমন্ত্রী।
১৯৪৩ - জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক কনরাড ভেইডট।
১৯৬৯ - প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল।
১৯৭৭ - অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক রাইডার।
১৯৭৯ - প্রখ্যাত বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ।
১৯৮৬ - সাহিত্যিক সাংবাদিক অসীম রায়।
১৯৯১ - খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রীন।
২০১৩ - জার্মান বংশোদ্ভূত আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার রুথ প্রাওয়ের ঝাবভালা।
দিবস :
আজ জাতীয় চলচ্চিত্র দিবস
এসএ/